রাঙ্গামাটি সেনা জোনের শীতবস্ত্র বিতরণ।

২০২

।। আলোকিত লংগদু ডেস্ক ।।

রাঙ্গামাটি সদর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য (মঙ্গলবার) ১০ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে রাঙ্গামটি জোন কর্তৃক রাঙ্গামাটি সদর এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি লেঃ কর্ণেল, বি এম আশিকুর রহমান, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি জোন এবং মেজর মোঃ আবু রায়হান, পিএসসি উপ-অধিনায়ক, রাঙ্গামাটি জোন এর উপস্থিতিতে দুপুর ১ ঘটিকা জোন সদর কর্তৃক পরিচালনা করা হয়। সর্বমোট ২৫টি শীতার্থ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সহযোগী হিসেবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে রাঙ্গামাটি সদর জোনের এ ধরনের কল্যাণ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।