রাঙ্গামাটি রিজিয়নের বিশেষ অভিযানে এইচকে-৩৩ (জার্মান), ম্যাগাজিন এবং এ্যামুনিশন উদ্ধার

0 ২৬৭

ডেস্ক রিপোর্টঃ

অদ্য ২৬ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক ০৪১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপের আস্থানায় রাঙ্গামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) দলের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের ফলে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা(৩৫) ০১টি এইচকে-৩৩ (জার্মান), ০১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশন সহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন করতে বাধ্য হয়। রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অস্ত্র উদ্ধারসহ এ ধরনের অগ্রাভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এ সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।