রাঙ্গামাটি বায়তুশ শরফের সাঃ সম্পাদক হাজী মুহাম্মদ আবদুস সালাম এর ইন্তেকাল

0 ১৮৮

আলোকিত লংগদু ডেক্সঃ

রাঙ্গামাটি বায়তুশ শরফ মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ আবদুস সালাম গতকাল  আনুমানিক সন্ধ্যা ৭.০০ ঘটিকায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন,”ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।”তিনি কয়েকদিন যাবত টাইফয়েডে ভূগছিলেন, আজ বিকালে চট্টগ্রাম নেয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন।তাহার মুত্যুতে বায়তুশ শরফ পরিবার গভীরভাবে শোকাহত । এবং বিভিন্ন বায়তুশ শরফ প্রতিষ্ঠানের প্রধান ও শুভাকাঙ্খীরা সমবেদনা জানিয়েছেন।

মাইনীমুখ বায়তুশ শরফ সুপার আলহাজ্ব মাওঃ ফোরকান আহমেদ সাহেব তাহার আত্তার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। সাথে প্রাক্তন ছাত্র পরিষদের সদ্স্যবৃন্দ পরিবারের প্রতি সমবেদনা ও আত্তার মাখফেরাত কামনা করেছেন।

আলহাজ্ব আব্দুস সালাম রাঙ্গামাটির রিজার্ভ বাজারস্থ মহসিন কলোনীর, হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, হিলফুল ফুজুল তরুণ সংঘের আহবায়ক, রাঙ্গামাটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি বায়তুশ শরফ মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক । ” তিনি দীর্  সময় এ সকল মানবমূলক সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকায় সালাম সাহেবের মৃত্যুতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।