রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক দঃ রহমতপুর এলাকায় শীতকম্বল বিতরণ

১৬৯

।। গোলামুর রহমান।।

লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর এলাকায় হতদরিদ্র ও বয়স্কদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত শীতকম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার,সকাল ১১টার সময় দক্ষীণ রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে শীতকম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসাররের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমীক সুপারভাইজার মো. শওকত আকবর। অন্যান্যদের মধ্যে সাবেক স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়ব আলী, বিশিষ্ট সাংবাদিক এম কামাল উদ্দীন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা, দঃ রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মুরশিদা বেগম, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, মোঃ রাশেদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক এম কামাল উদ্দীন জেলা প্রশাসক ও লংগদু ইউএনও মোঃ মাইনুল আবেদীন ও মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শওকত আকবরকে ধন্যবাদ জানিয়ে বলেন, কালাপাকুজ্জা দক্ষীণ রহমতপুর হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকা।

তাই, এ এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে সবাই পাশে থেকে কাজ করে যাবার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।