রাঙ্গামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে লংগদু প্রেস ক্লাব’র প্রতিবাদী মানববন্ধন

১২৭

।। সাকিব আলম মামুন।।

রাঙামাটিতে কর্মরত ৬ সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দায়ের করা মামলা প্রত্যাহার দাবি জানিয়ে রাঙামাটি জেলার লংগদু প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

বুধবার, বেলা ১২টায় লংগদু প্রেস ক্লাবের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান এর সভাপতিত্বে ও লংগদু প্রেসক্লাব সাধারন সম্পাদক ওমর ফারুক মুছা’র সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুর রহিম, কালের কন্ঠ প্রতিনিধি আরমান খান, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক সাঙ্গু প্রতিনিধি রাকিব হাসান, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আবু বকর সিদ্দিক মামুন, সিএইচটি টাইমস’র প্রতিনিধি তরিকুল ইসলাম তারা, দৈনিক সবুজ পাতার দেশ, কিউ টিভি, দৈনিক আলোকিত লংগদু’র প্রতিনিধি গোলামুর রহমান, দৈনিক ইনফো বাংলা ও স্বদেশ বিচিত্রার প্রতিনিধি সাকিব আলম মামুন, স্বাধীন বাংলা ৭১’র প্রতিনিধি আরাফাত হোসেন বেলাল, বাংলাদেশ সংবাদ প্রতিদিন’র প্রতিনিধি সুমন হোসেন সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে মেধাবী ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সহমত পোষন করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।