রহমতপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

১২২

মো.গোলামুর রহমান,লংগদু,(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলার দক্ষিণ রহমতপুর ইবতেদায়ী মাদ্রাসার বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণীর আয়োজন করেছে অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশে কর্মরত আলমগীর হোসেন।

বুধবার ( ১৮ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ রহমতপুর মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুকের সার্বিক সহযোগীতায় উক্ত মাদ্রাসার হল রুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাওলানা মাইন উদ্দীন এর সঞ্চালনায়, গাঁথাছড়া বায়তুশ শরফের সুপার মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাগামাটি জেলার বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দীন, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুসা, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি, রহমতপুর প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ইউপি সদস্যদ্বয়,মো.ইব্রাহিম, মো. কালাম মিয়া,সহ অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় থাকলে, ছোট ছোট শিশুরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি মাদ্রাসার যেকোন বিষয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।