যথাযোগ্য মর্যাদায় ৩৬ আনসার ব্যাটালিয়নে ইদুল-ফিতর উদৎযাপিত

১১৯

আলোকিত লংগদু ডেস্কঃ
পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনার পর এলো খুশির ইদ। প্রতিবছরের ন্যায় এ বছরও ৩৬ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙ্গামাটি সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ইদুল-ফিতর উদৎযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ মে ২০২২ মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ইদকে সামনে রেখে ব্যাটালিয়নের মূলফটকসহ অভ্যন্তরে জাঁকজমকপূর্ণভাবে সাজসজ্জা ও আলোক সজ্জিতকরণ করা হয়। ব্যাটালিয়নের জামে মসজিদে সকাল ৮.০০ ঘটিকায় ইদের জামাত অনুষ্ঠিত হয়। ইদের নামাজের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকলের আত্মার শান্তি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পর ব্যাটালিয়ন অধিনায়ক উপস্থিত সকল সদস্যদের সাথে ইদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ইদুল-ফিতর উপলক্ষ্যে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো মিষ্টি ব্যাটালিয়ন অধিনায়ক গার্ড কমান্ডারের হাতে তুলে দেন। দুপুর ১২.৩০ ঘটিকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে উপস্থিত জনবলের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পদবির আনসার সদস্যগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।