ম্যানেজিং কমিটির সদস্য হতে প্রভাব বিস্তার – আটক ছয়
ডেক্স রিপোর্টঃ
সামান্য প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হওয়া নিয়ে প্রার্থী এবং ভোটাররা পক্ষ বিপক্ষ হয়ে দাঙ্গা সৃষ্টি করে। কেউ কেউ নিজেদের বড় মাপের নেতা পরিচয় দিয়ে সাংবাদিক এবং স্কুলের শিক্ষক ও প্রিজাইডিং অফিসারকে দালাল এবং অফিস থেকে বের হলে মারার হুমকি প্রদান করে। এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
মঙ্গলবার( ৩১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে রাঙ্গামাটির লংগদু উপজেলার রশিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার লক্ষে প্রাথমিক ভাবে অভিভাবকদের থেকে চারজন সদস্য দুজন মহিলা ও দুজন পরুষ নির্বাচিত করতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় আব্দুল মালেক ৪২ ভোট, মঞ্জুরুল হক ৩৭ ভোট পেয়ে তারা দুজন সদস্য নির্বাচিত হয়।এময় নিজাম উদ্দীন ৩০ ভোট পেয়ে পরাজিত হয়।
এর মধ্যে মহিলা তিন জন প্রার্থী ছিলো, ভোট গ্রহণের আগের দিন পরাজিত প্রার্থীর আপত্তিতে একজন মহিলা প্রার্থীকে বাদ দেওয়া হয়। যেহেতু মহিলা সদস্য দুজনই থাকবে তাই আর মহিলা সদস্যর ভোট গ্রহণ হয়নি। অপর দিকে পুরুষ প্রার্থী তিনজন থাকায় তাদের তিন প্রতিদ্বন্দ্বীর মাঝে ভোট গ্রহণ শুরু হয়। সফল ভাবে ভোটগ্রহণ ও গননার শেষে রেজাল্ট প্রকাশ করার আগে পরাজিত প্রার্থী নিজাম উদ্দীন বিভিন্ন বিষয়ে ভোটারদের সাথে তর্কে ঝড়ায় এক পর্যায়ে পরাজিত প্রার্থীর ভাইয়েরা ( খোরশেদ মেম্বার) এর ছেলেরা ভোটারদের সাথে হাতাহাতি শুরু করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টরা ভোট গননায় উপস্থিত ছিলেন। তখন সাংবাদিকদের প্রশ্নে পরাজিত প্রার্থী নিজাম এর ভাই সাইফুল কোনরকম সমস্যা নাই বলে জানান। এর আগেও ভোটগ্রহণের সময় এজেন্টদের প্রশ্ন করলে কোনরকম সমস্যা নাই জানান তারা। এর মধ্যে ভোট চলাকালীন সময়ে পরাজিত প্রার্থীর অভিযোগে একজন অভিভাবককে ভোট দিতে দেওয়া হয়নি।
এ নিয়ে জনমনে হতাশার চাপ পড়েছে। সামন্য সদস্য নির্বাচনে শিক্ষকদের দালাল বলে অপমানিত করায় শিক্ষকদের মাঝেও ভয়ভীতি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, পরাজিত প্রার্থির ভাইয়েরা স্কুলের সকল শিক্ষকদের বদলি করার হুমকি দেন।
স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন বলেন, ভোটগ্রহণে কোনরকম বিশৃঙ্খলা হয়নি। মাঠে গিয়ে তারা সামান্য তর্কবিতর্ক করে দাঙ্গা সৃষ্টি করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে এসব বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দীন বলেন, যেহেতু ভোটগ্রহণের সময় কোন ঝামেলা হয়নি,তাই ফলাফল প্রকাশ করে সদস্য নির্বাচিত করা হয়েছে। বাহিরে যারা দাঙ্গা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।