মুজিব শতবর্ষের লংগদুতে (২য় ধাপে) ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালন
।।সাকিব আলম মামুন ।।
মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান। এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশব্যাপী পালিত হচ্ছে বৃক্ষ রোপণ কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় রাংগামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নেছার উদ্দিন হৃদয় এর নেতৃত্বে (২য় ধাপে) বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে লংগদু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (২৬ জুলাই) লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লংগদু উপজেলা ছাত্রলীগের চলমান বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার গাছের চারা রোপন করনে। এসময় উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাদেক হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা দাশ, লংগদু মডেল কলেজের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুস সবুর সরকার, রাংগামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রনেতা নুরুল ইসলাম, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক সোলাইমান মীর নেজাম উদ্দীন, আজিজুল সহ ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি আব্দুল বারেক সরকার বলেন- মুজিব বর্ষের প্রথম থেকেই ছাত্রলীগ বিভিন্ন সামাজিক, সেবামূলক, উন্নয়নমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এখন বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ছাত্রলীগের এই কার্যক্রম প্রশংসনীয়। তাই দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে এসব কার্যকলাপের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।