মাইনীমূখ মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন

১৬২

মাইনীমূখ মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি):
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে মাইনীমূখ মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৯ ডিসেম্বর) মাইনীমুখ মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী ও দোয়া মাহফিল গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ এর পরিচালনায় এবং মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ মেডিকেল সেন্টারের ডা. আবু তালহা, মেডিকেল সেন্টারের সত্যাধিকারী মাওলানা এ এল এমন সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খাঁন সহ বিভিন্ন গান্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ী গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়তুশ শরফের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ।
এসময় বক্তারা লংগদু উপজেলায় এধরণের একটি চিকিৎসা সেবাকেন্দ্র প্রতিষ্ঠার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।