ভাসান্যদম ইউপির ১২পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের অনুদান

২১২

 

আলোকিত লংগদু ডেস্কঃ
বন্যহাতি এ যেনো পাহাড়ী এলাকার পাহাড় সমান বিপদ হয়ে দাড়িয়েছে। একের এক ক্ষতি করে যাচ্ছে সাধারণ মানুষের।
এবন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়ের বন্যহাতির আক্রমণের ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহিমের উদ্যোগে জেলা পরিষদ কর্তৃক নগদ পাঁচহাজার টাকা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল আবেদীন, লংগদু থানা অফিসার  ইন্চার্জ( ভারপ্রাপ্ত)  মোঃ আরিফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, লংগদু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,ভাসান্যদম  ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্ষতিগ্রস্তরা এসব নগদ অর্থ ও শীতবস্ত্র পেয়ে আনন্দিত।  উপস্থিত স্থানীয়দের অনেকেই বলেন আমরা চাই বন ও বাঁচবে বনের পশুরাও বাঁচবে, আমরাও শান্তি থাকতে চাই।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।