বুদ্ধপূর্ণিমা উপলক্ষে লংগদুতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে লংগদুতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।
রোববার (১৫মে)পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুগত লঙ্কার ভিক্ষু’র সভাপতিত্বে সকাল সাড়ে আটটায় উপজেলার বাইট্টাপাড়া বাস স্টেশন থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে লংগদু উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা ও সাবেক আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা। এসময় পার্বত্য ভিক্ষু সংঘের সদস্যগন ও শত শত পূর্ণার্থীরা এশোভাযাত্রায় অংশ নেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।