বিজিবি জোনের আয়োজনে ‘রাজনগর জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

0 ১,৫৫৯

মো.গোলামুর রহমান।।

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে মোবাইল ক্যাসিনো
সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙামাটি লংগদু উপজেলায় অবস্থিত রাজনগর বিজিবি জোন (৩৭ বিজিবি) ।

স্থানীয় ১২টি টিমের মিলন মেলায় গুলশাখালী বর্ডার গার্ড কলেজ মাঠে রাজনগর জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
এর আয়োজন করা হয়।

গত ১৭ অক্টোবর বিজিবি রাজনগর জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম, এসপিপি কর্তৃক খেলার উদ্বোধনী ঘোষণার মাধ্যমে টুর্নামেন্ট আরম্ভ হয়। প্রথম খেলায় সোনারগাও পূর্বপাড়া একাদশ এবং এফআইডিসি একাদশ অংশগ্রহণ করে। এ সময় ছাত্র-ছাত্রী, পাহাড়ী-বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজারো ক্রীড়া প্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

১২টি টীমের মধ্যে ভাই ভাই একাদশ এবং রাজনগর লায়ন্স একাদশ ফাইনালে উপনীত হয়। সোমবার ০৪ নভেম্বর
উক্ত খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ০১ গোলের ব্যবধানে রাজনগর লায়ন্স একাদশ ভাই ভাই একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো: আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি উপস্থিত থেকে চূড়ান্ত খেলাটি উপভোগ করেন। খেলা শেষে তিনি খেলা পরিচালনাকারীসহ উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। একই সাথে প্রধান অতিথি কর্নেল মো: আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), সেক্টর
কমান্ডার, বিজিবি রাঙ্গামাটি খেলা পরিচালনা কমিটি, আপিল কমিটি, রেফারী ও লাইন্স ম্যানদের মাঝে সম্মানী ও
সম্মাননা স্বারক উপহার দেন।

এ সময় রাজনগর জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম, এসপিপি উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাটিতে স্থানীয় সিভিল প্রশাসন, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ক্রীড়ামোদি সহস্রাধিক পাহাড়ি-বাঙালি দর্শকের সমাগম ঘটে। পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ প্রসংগে জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বলেন,“সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড অত্যন্ত আন্তরিকতার সহিত পরিচালনা করে যাচ্ছে। তন্মধ্যে, উল্লেখযোগ্য হচ্ছে
মেডিক্যাল ক্যাম্পেইন ও ফ্রী ঔষধ বিতরণ, শীতবস্ত্র ও ত্রাণ (শুকনা রেশন সামগ্রী) বিতরণ, গরীব ও মেধাবী
শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধুলায় অংশগ্রহণের নিমিত্তে ভালো খেলোয়াড়দের আর্থিক সহায়তা প্রদান, হতদরিদ্র ও অসুস্থ্য ব্যক্তিদের নগদ অর্থ প্রদান, সেলাই মেশিন বিতরণ ইত্যাদি। রাজনগর জোন কর্তৃক এ সকল সামাজিক কর্মকান্ড পরিচালনায় স্থানীয় পর্যায়ে পাহাড়ী ও বাঙ্গালী নাগরিকদের জীবন যাত্রার মানকে স্বাভাবিক করতে সহায়তা করেছে।

তিনি আরো বলেন খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে, মাদকাসক্তি থেকে যুব সমাজকে দেয় মুক্তি এবং সর্বোপরি প্রতিবেশীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বৃদ্ধি করে। তাই যুব সমাজকে মাদক হতে রক্ষায়, ফুটবলকে এগিয়ে নিতে এবং পার্বত্য অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে রাজনগর জোন কর্তৃক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।