বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমান গোল কাট জব্দ

৯২

মো. গোলামুর রহমান, লংগদু

রাঙ্গামাটি লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান গোল কাঠ জব্দ করা হয়েছে।

রাজনগর বিজিবি জোন গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবি এমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল তেমাথা বিজিবি ক্যাম্পের সমন্বয়ে তেমাথা বিজিবি ক্যাম্পের ৪০০ গজ পূর্ব-উত্তর কোনে হারুনের বাগানের পার্শ্বে রহমতপুর, গুলশাখালী ইউনিয়নের এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৭০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেন, যার আনুমানিক মূল্য এক লক্ষ বারো হাজার ( ১,১২,০০০/-) টাকা।

পরে ৩০ আগস্ট রাজনগর বাজার হতে দক্ষিণ দিকে প্রাইমারী স্কুলের পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৭০ ঘনফুট গামারী কাঠ জব্দ করেন, যার আনুমানিক মূল্য তেষট্টি হাজার( ৬৩,০০০/-) টাকা।

অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবি এমএস বলেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করছি। আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।তিনি বলেন গাছ গুলো জব্দ করে সেগুলো আমরা পাবলাখালী বনবিভাগ কে হস্তান্তর করেছি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।