বিজিবির অভিযানে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ

২১৬

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে পাহাড়ী জায়গা ড্রেজার মেশিন দিয়ে কাটার সময় মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গল বার(১০ জানুয়ারি) সকাল ১১টার সময় মারিশ্যাচর শিবারেগা এলাকায় অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করে দেয় রাজনগর ৩৭ বিজিবি জোন।

o

রাজনগর ৩৭ বিজিবি জোনের অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম এর দিকনির্দেশনায় চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের ক্যাম কমান্ডার আলমগীর হোসের নেতৃত্বে একটি টহল টিম ঘটনা স্থলে এসে পাহাড়ী জমি ড্রেজার মেশিন দিয়ে কাটা বন্ধ করে দেয়।পরবর্তী অনুমতি ছাড়া ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ী মাটি কাটলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করা৷ হয়। এসময় জমির মালিক পক্ষ মাটি কাটার কোন প্রশাসনিক অনুমতি দেখাতে পারেনি।

এসময় স্থানীয় ইউপি সদস্য ৮নং ওয়ার্ডের তাজুল ইসলাম, দফাদার সিরাজুল ইসলাম, সহ স্থানীয় ভিবিন্ন গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ ভাবে নিষেধ। যদি কারো জমি একান্তই কাটতেই হবে, তাহলে অবশ্যই তাকে প্রশাসনের অনুমতি নিয়ে কাটতে হবে। তাছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে কেউ বাড়ি বানাবে বলে পাহাড় কাটতে পারবেনা। এ ভাবে পাহাড় কাটার কারণে নদী নালা গুলো ভরাট হয়ে যাচ্ছে।এছাড়াও প্রাকৃতিক ভাবে নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।