বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

১৩

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির বাঘাইছড়তে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার( ১৪ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় নায়ক সুবেদার মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে কাঠগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ১৬১.৯৫ ঘনফুট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত কাঠের সিজার মূল্য ১৬১.৯৫ ঘনফুট x২০০০=৩,২৩,৯০০/- (তিন লক্ষ তেইশ হাজার নয়শত) টাকা (ছবি সংযুক্ত)।জব্দককৃত অবৈধ কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক ষ্টেশন, মারিশ্যা অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি সকল চোরাকারবারি ও মাদকের বিরুদ্ধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের ধরতে এধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য বন্ধ আছে