বিজয় দিবসে শীতার্তদের পাশে লংগদু জোন

২৫১

গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চার শতাধিক পরিবারের মাঝে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লংগদু জোন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার সময় লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্প এবং জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ক্যাম্পে স্থানীয় দরিদ্র ৪৬০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, সহকারী পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা,মাইনী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।