বিকল্প কর্মসংস্থানের লক্ষে লংগদুতে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ
ডেক্স রিপোর্টঃ
বিকল্প কর্মসংস্থানের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে লংগদু উপজেলা মৎস্য অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে লংগদু উপজেলা কমপ্লেক্সের সামনে উপকারভোগীদের মাঝে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন, লংগদু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ ।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা মৎস্য অফিসার তানবীর আহসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সৌরভ সেন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম সহ প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জানায়, পর্যায় ক্রমে উপজেলা মৎসহ অফিস কর্তৃক নিবন্ধদিত জেলেদের মাঝে জেলেদের জীবনমান পরিবর্তনের লক্ষে ছাগল বিতরণ করা হবে।