বারবুনিয়া বাজারে আগুন লেগে ১টি ক্লাবঘর সহ ৩টি দোকান পুড়ে ছাঁই

২২৯

আলোকিত লংগদু ডেক্স :

লংগদু উপজেলার বারবুনিয়া বাজারে আগুন লেগে তিনটি দোকান ও একটি ক্লাবঘর সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়রা জানায়, রবিবার (১৫ আগষ্ট) মধ্যরাতে বারবুনিয়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটে এবং পরে এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র আনে। এতে দুইটি মুদি দোকান, একটি চা দোকান ও একটি ক্লবঘর সম্পূর্ণ পুড়ে যায় এছাড়া আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। হানিফের মুদি দোকানের কয়েলের আগুন হতে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানায়। এতে আনুমানিক ৫লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এসময় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।