বায়তুল হুদা আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

0 ৪৫

মো. গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে বগাচতর বায়তুল হুদা আইডিয়াল দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বায়তুল হুদা আইডিয়াল দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক ক্রীড়া এবং বিভিন্ন প্রতিযোগীতার প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাকিম এর সার্বিক সহযোগিতায়, এসময় মাওলানা মুফাচ্ছেল হোসেন এর সঞ্চালনায়, মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি খোকন এর সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের মেডিকেল অফিসার মেজর সাদনান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, গাঁথাছড়া বায়তুশ শরফের প্রধান মাওলানা ফোরকান আহমদ, বগাচতর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফ্ফার, সহ অনেকই।

অনুষ্ঠানে মাদ্রাসায় বর্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পুরষ্কার তুলেদেন অতিথিরা। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য অতিথিরা বলেন, মানুষের মত মানুষ হতে হলে মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নাই। এরকম একটি দুর্যোগপূর্ণ এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান ইসলাম প্রচারে যথেষ্ট ভূমিকা রাখবে। মাদ্রাসাটি ধরে রাখতে সকলের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।