বান্দরবানের রুমায় সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র ও মানবিক সহায়তা প্রদান
![](https://alokitolangadu.com/wp-content/uploads/2024/12/IMG-20241229-WA0088-750x430.jpg)
বান্দরবান প্রতিনিধিঃ
আজ, রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০০০ ঘটিকা হতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকার দুলাচারণ পাড়ায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিত হয়ে পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত আর্থিক সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,”সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
পাড়া পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।