বাঘাইছড়িতে আগুন লেগে ৩ বসতবাড়িপুড়ে ছাই

0 ২০৯

আল মামুন বাঘাইছড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জীবঙ্গ ছড়া এলাকায় বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭ঃ৪০ মিনিটের সময় এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে উপজেলা চেয়ারম্যানের বাসবভনের সামনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ বসতবাড়ি আগুনে পুড়ে আনুমানিক দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সংবাদ পেয়ে মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ সহ স্থানীয় জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে আনে। বাঘাইছড়িতে অনেক বসতবাড়ি ও মার্কেট পুড়ে চাই হলেও ফায়ার সার্ভিসের কোন দেখা নাই। রাঙ্গামাটির সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি কিন্তু এখনো কোন ফায়ার সার্ভিস সেখানে স্থাপিত হয়নি।আয়তনে বৃহৎ উপজেলা হিসেবে বাঘাইছড়িতে ফায়ার ষ্টেশন হওয়ার কথা থাকলেও জন প্রতিনিধিদের উদাসিনতায় এখনো স্থাপিত হয়নি ফায়ার সার্ভিস।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।