বাইট্রাপাড়া মাদ্রাসার আসবাবপত্র তৈরিতে চিরাই কাঠ ও অর্থ প্রদান

১৭১

।। আলোকিত লংগদু ডেস্ক ।।

রাঙামাটির লংগদু উপজেলা সদর এলাকা বাইট্রাপাড়া হোসেনপুর স্বতন্ত্র এবতেদায়ী রেজি: মাদ্রাসার আসবাবপত্র তৈরীতে চিরাই কাঠ ও খরচ বাবদ নগদ অর্থ প্রদান করেছে রাঙামাটি জেলা পরিষদ।

সোমবার(১১অক্টোর) পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়ন
করণ প্রকল্পের আওতায় ৩০ জোড়া বেঞ্চ, ১ টি আলমারি, ১ টি ওয়ারড্রব এবং ৭ টি টেবিল তৈরীর জন্য ১৫০ ফুট চিরাই কাঠ ও নগদ ৬০ হাজার টাকা মাদ্রাসা কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম গুলশাখালী চৌমুহনী স’মিলে চিরানো কাঠ ও নগদ অর্থ মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি আজগর আলী ও মাদ্রাসার প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করেন। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগনও উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।