বাইট্টাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন
ডেস্ক রিপোর্টঃ
লংগদু উপজেলার প্রাণকেন্দ্র বাইট্টা পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব তোফাজ্জল হোসেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
জেলা বিএনপির উপদেষ্টা আলম ফরাজি, জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ,
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ হালিম, উপজেলা বিএনপির সি:সহ-সভাপতি আব্দুর রশিদ,
উপজেলা যুবদলের আহবায়ক জানে আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুল করিম ফজল, উপজেলা তাতীদলের সভাপতি কাজী আবু তাহের, উপজেলা জাসাস সভাপতি দেলোয়ার হোসেন দেলু, উপজেলা ছাত্রদলের সদস্য জুবাইর মাহিন, ছাত্রদল নেতা রকিবুল হাসান শান্ত, আব্দুর রহমান সহ প্রায় শতাধিক নেতাকর্মী।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ এ হালিম এর সঞ্চালনায়
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন,
গত ১৭ বছরে আমাদের বিভিন্ন অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে। আমাদের কোথাও মিটিং মিছিল করতে দেওয়া হয়নি। অবশেষে ফ্যাসিবাদের পতন হয়েছে। ইতিহাসে এমন ৪৫ মিনিটের মধ্যে পলায়ন আর ঘটেনি। নতুন বাংলাদেশকে আমরা নতুন করে গড়বো। অত্র কার্যালয় উদ্বোধনের মাধ্যমে উপজেলায় আমাদের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।
মোনাজাত ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সন্ধায় সমাপ্ত হয়।।