বাংলাদেশে কোস্টগার্ডে যুক্ত হলো আরও ১০ নৌযান

0 ১৯৯

বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে ১০টি নতুন নৌযান। এগুলোকে কমিশন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌযানগুলোর মধ্যে রয়েছে- দু’টি অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি), পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি), দু’টি ফাস্ট প্যাট্রোল বোট (এফপিবি) ও বিসিজি বেইজ ভোলা।

রোববার (১৫ নভেম্বর) গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কমিশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় রিমোট কন্ট্রোল সুইচের মাধ্যমে নৌযানগুলোর নামফলক উন্মোচন করেন তিনি

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।