বন্যার্তদের পাশে দাড়িয়েছেন লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিন

১২১

নিউজ ডেক্সঃ

রাঙ্গামাটির লংগদুতে বন্যায় প্লাবিত হয়ে পানি বন্দি অর্ধশত পরিবারের মাঝে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) ভাসান্যদম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক টিপু সুলতান এর সহযোগিতায় প্লাবিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে তারিকুল ইসলাম তুহিন বলেন, “বন্যার্ত মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, দলের পক্ষ থেকে এই ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। বন্যার্ত পরিবারগুলো ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেছে এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

মন্তব্য বন্ধ আছে