বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে লংগদু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের মানবন্ধন

১০১

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স।।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙামাটির লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের সরকারিকৃত শিক্ষক- কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার, উপজেলার লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু না জন্মালে আমরা স্বাধীনতা পেতাম না। তিনি স্বাধীন বাংলাদেশরে স্থপতি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি মানুষের হৃদয়ে চীরঞ্জিব হয়ে থাকবেন। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা নিঃসন্দেহে গর্হিত কাজ করেছে। তাই তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে কেউ এমন দুঃসাহস না দেখাতে পারে।
প্রতিবাদ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ ওছমান গণি, ব্যাবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আজগর আলী। এসময় লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।