বগালেক আর্মি ক্যাম্পে ১ বীর কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0 ৭২

ডেস্ক রিপোর্টঃ

আজ ১৭ নভেম্বর ২০২৪, রোববার সকাল ৮টায় ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এবং রুমা জোনের আওতায় বগালেক আর্মি ক্যাম্পে ১ বীর কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন বিএসএস-নয়া ক্যাপ্টেন মোঃ র সিন জামান অয়ন (আরএমও-১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া (এমবিবিএস, সি. ইউ, পিজিটি – চর্ম ও এলার্জি, সিসিডি – বারডেম), যিনি ডায়াবেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ।

এই কর্মসূচির আওতায় দিনব্যাপী ৩০ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩১ জন শিশুসহ মোট ১১১ জন পাহাড়ি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ, পিএসসি। তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এই উদ্যোগটি পাহাড়ি জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সেনাবাহিনীর মানবিক ভূমিকা ও প্রতিশ্রুতির উদাহরণ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।