বগাচত্ত স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চারা বিতরণ

১৭৪

মোঃ গোলামুর রহমান বগাচত্তর।

রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন বগাচতর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফলজ,ঔষুধি গাছ সহ নানারকম চারা বিতরণ ও রোপন করা হয়।

সোমবার (২আগস্ট) সকাল ১০ টা থেকে ৪নং বগাচতর ইউপির প্রায় বিভিন্ন ওয়ার্ডের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও রোপন করে সংগঠনটির নেতৃবৃন্দ।

বগাচতর ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনির হোসেন উপস্থিত থেকে উক্ত চারা বিতরণ এবং রোপন করেন, এসময় তিনি বলেন, জেলা পরিষদ থেকে উপজেলায় পাওয়া বিভিন্ন জাতের চারার মধ্যে আমাদের হাতে কিছু চারা এসেছে আমরা তা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করেছি এবং যে গুলো সম্ভব তা রোপন করে দিয়েছি।

এসময় বগাচতর ইউপি সদস্য মোঃ কাশেম বলেন, আমরা সর্বদা স্বেচ্ছাসেবক লীগের পাশে আছি থাকবো। আমরা আশাকরি আগামীতেও তারা এরকম ভালো কাজ করে যাবে।

অপরদিকে বিভিন্ন ফলজ গাছ হাতে পেয়ে স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দদের

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।