বগাচতর ইউনিয়ন পরিষদ কতৃক ঈদ, বিজু ও চৈত্র সংক্রান্তীর উপহার সামগ্রী বিতরণ

১৯৭
মো.গোলামুর রহমান
রাংগামাটির লংগদু উপজেলার ৪নং বগাচত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল বশর ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ৫শ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিবিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার  (১২ এপ্রিল) সকাল ১০টায় ,লংগদু উপজেলাধীন  ০৪নং বগাচত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, বগাচত্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবুল বশর এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্লংথিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সেলিম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য একই সময় পাহাড়ী,বাঙ্গালী, হিন্দু বিভিন্ন সম্প্রদায়ের নানারকম অনুষ্ঠান শুরু হওয়ায় বগাচত্বর ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান এর পক্ষ হতে  উপহার সামগ্রী  বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।