প্লাবিত এলাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর খাবার বিতরণ

0 ১১৭

মোঃ আলমগীর হোসেন।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি এলাকায় পাঁচ শতাধিক বন্যা দূর্গত মানুষকে খাবার বিতরণ করেন বাংলাদেশ জামাতে ইসলামী লংগদু উপজেলা শাখা।
২৩ আগষ্ট শুক্রবার উত্তর ইয়ারাংছড়ি এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন লংগদু উপজেলা জামাতে ইসলামী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামাতে ইসলামী আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, সেক্রটারি নুরুল করিম,আটারকছড়া ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজ আহমেদসহ স্থানীয় জামাত নেতৃবৃন্দ।

এসময় জামাতের আমীর মাওলানা নাছির উদ্দীন বলেন এটি আল্লাহ পরীক্ষা সবাইকে ধৈর্য্য সহকারে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিপদ-আপদ সবাইকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। এলাকার জনগণ বরেন এই এলাকায় প্রতিবছরই পানি উঠে বাড়ি-ঘর ডুবে যায় তাই অতিসত্বর এখানে একটি আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রয়োজন বলে মনে করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।