পুলিশ সুপার হলেন ৫০ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৫০ অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁরা পুলিশ সুপার পদে পদোন্নিত পেলেন।
আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কতৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ইমেইলে যোগদান পত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।