পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

alokitolangadu@gmail.com

0 ২৬৯

 

মো.গোলামুর রহমান।। 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের জালে আটক হয়েছে ইয়াবা ব্যবসায়ী আলমগীর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া মেস্তুরি টিলার বাসিন্দা আলমগীর হোসেনকে, গাঁথাছড়ার মোহাম্মদীয়াপাড়া রাস্তা থেকে তাকে মাদক সহ তাকে গ্রাফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায় বাঘাইছড়ি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল আউয়াল চৌধুরী এর তত্বাবধানে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দনি এর নতেৃত্বে সঙ্গীয় এসআই আব্দুল জব্বার,  সঙ্গীয় এ এসআই ইকবাল হোসাইন, এ এসআই জুমায়েত হোসেন,এ এসআই মোঃ বাদশা বুলবুল, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০.০০ টারর সময়ে লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউপির ০৮নং ওয়ার্ডের অর্ন্তগত গাঁথাছড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮(আট চল্লিশ) পিচ ইয়াবা সহ আলমগীর(৩৮), পিতা- মৃত মোঃ মিছির আলীকে গ্রেফতার করা হয়।

লংগদু থানার অফিসার মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, তার বিরুদ্ধে লংগদু থানার মামলা নং-০২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।