পাহাড়ী বাঙ্গালী জনসাধারণের পাশে সেনাবাহিনী

0 ১৬

মো. গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু জোনের আওতাধীন পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে হারমোনিয়াম, সেলাই মেশিন ও এতিম খানায় মশারি বিতরণ করা হয়েছে।

লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি, উপজাতীয় সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য একটি হারমোনিয়াম , শেফালী চাকমাকে একটি সেলাই মেশিন ও হরকুমার কারবারি পাড়া এতিমখানা মাদ্রাসায় এতিম ছাত্রের জন্য – মশারী প্রদান করেন।

সেনাবাহিনীর এধরণের প্রশংসনীয় কার্যক্রম পাহাড়ের মানুষকে শান্তি সম্প্রীতির আমেজে বাঁচতে শেখায় বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটি কাজে সেনাবাহিনী এগিয়ে, যার ফলে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ প্রাণ ভরে শান্তি সম্প্রীতি নিয়ে বেঁচে আছে।

সেবাগ্রহীতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ভূয়সী প্রশংসা করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।