পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়

0 ৫৩

শাহজালাল, বান্দরবান:
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ে সোচ্চার একমাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। আজ (২৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বান্দরবানের পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে নাগরিক পরিষদের মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন নাগরিক পরিষদের উদ্যেগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সঞ্চালনায় ছিলেন জেলা নাগরিক পরিষদের সহসাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সভাপতিত্ব করেন সুয়ালক ইউনিয়ন নাগরিক পরিষদের সভাপতি কাজী মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের চার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলনমেলায় কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ৫ আগস্টের পরে নতুন বাংলাদেশ পেলেও পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত আমরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।