পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লংগদু উপজেলা কমিটি ঘোষণা

১৫১

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটির লংগদু উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা আব্দুর রহীমকে সভাপতি, আবু বকর ছিদ্দিক মামুনকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) লংগদু উপজেলা সদরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত পাকুয়াখালী হত্যাকাণ্ডের আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সহ সভাপতি শেখ আহমদ রাজু, মহা সচিব আলমগীর কবির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান, সহ সম্পাদক রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পিসিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পিসিএনপির বাঘাইছড়ি সভাপতি আবু কাইয়ুম, পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি সাকিব ফরাজি, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আসমা মল্লিক, পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাবীব আজমসহ অন্যান্যরা।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয় ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।