পার্বত্য চট্টগ্রাম ওলামায়ে পরিষদ লংগদু শাখার উদ্যোগে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

১৮৯

 

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম ওলামায়ে পরিষদ লংগদু শাখার উদ্যোগে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ টার সময় পার্বত্য চট্টগ্রামে ওলামায়ে পরিষদ লংগদু শাখার উদ্যোগে লংগদু কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে মুফতি উবায়দুল্লাহ আহরারী উপস্থাপনায়,হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে
উক্ত ইসলাহি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাও.সালাহ উদ্দীন সাহেব নানুপরি ফটিক ছড়ি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হযরত মাওলানা ফোরকান আহমদ সুপার গাঁথাছড়া বায়তুশ শরফ, হযরত মাও. শরীয়ত উল্লাহ সাহেবে সভাপতি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা,হযরত মাও. আবু বক্কর ছিদ্দিক সাহেব সাধারণ সম্পাদক ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা, উপস্থাপক হিসেবে উস্থিত ছিলেন,মাও. জুবাইদুল হাছান সহ সভাপতি ওলামা পরিষদ লংগদু উপজেলা শাখা।

এসময় মাহফিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।