সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

৮৬

সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। নদ-নদীর পানি বাড়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পুরো জেলাজুড়ে চলছে হাহাকার। বন্যা কবলিত বেশির ভাগ উপজেলায় পা রাখার মতো শুকনো মাটি নেই। এরই মধ্যে পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। এর সঙ্গে আজ শনিবার সকাল থেকে উদ্ধারকাজে নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে।

নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকাজে যোগ দেওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

জেলা প্রশাসক বলেন, ‘নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি টিম সিলেটে এসে পৌঁছেছে। বিকেলে ৬০ জনের আরেকটি টিম আসবে। কোস্টগার্ডের ২টি ক্রুজ উদ্ধারকাজে অংশগ্রহণ করবে। এর মধ্যে একটি যাবে সুনামগঞ্জে, আরেকটি সিলেটে কাজ করবে। এ ছাড়া বিমানবাহিনীর ২টি হেলিকপ্টারও যোগ দেবে উদ্ধারকাজে।’

মজিবর রহমান জানান, এরই মধ্যে নৌবাহিনীর একটি দল সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এবং কোম্পানীগঞ্জের দিকে রয়েছে। এ ছাড়া সেনাবাহিনী সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসনের পক্ষে উদ্ধারকাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় শুক্রবার সকালে উদ্ধারকাজসহ সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চান জেলা প্রশাসক মো. মজিবর রহমান। জেলা প্রশাসকের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার দুপুর থেকে সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলায় সেনাবাহিনীর ১০টি টিম কাজ শুরু করেছে। ‘রেসকিউ বোট’ দিয়ে তারা গ্রামে গ্রামে গিয়ে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিয়ে আসছে।

সিলেট সেনানিবাসের অধিনায়ক মেজর জেনারেল হামিদুল হক আজকের পত্রিকাকে জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে সিলেটের ৩ উপজেলা ও সুনামগঞ্জের ৫ উপজেলায় সেনাবাহিনী পানিবন্দী মানুষকে উদ্ধারসহ পাঁচটি কাজে তৎপরতা শুরু করেছে। সিলেটের উপজেলাগুলো হচ্ছে—সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, দিরাই, ছাতক, দোয়ারাবাজার ও জামালগঞ্জ।

বোট নিয়ে উদ্ধারকাজ করছে পুলিশ সদস্যরাবোট নিয়ে উদ্ধারকাজ করছে পুলিশ সদস্যরা। ছবি: সৈয়দ মাহমুদুর রহমান

মেজর জেনারেল হামিদুল হক বলেন, সিলেট কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি উঠে বিদ্যুৎ সরবরাহ হুমকির মুখে পড়েছে। এ ছাড়া সুনামগঞ্জের বেশ কয়েকটি খাদ্য গুদাম হুমকিতে রয়েছে। এগুলো রক্ষায়ও সেনাসদস্যরা কাজ করছেন।

এই সেনা কর্মকর্তা জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় পাঁচটি কাজ করা হচ্ছে। এগুলো হচ্ছে-পানিবন্দী মানুষকে উদ্ধার, বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে পানিবন্দী মানুষের আশ্রয়ের ব্যবস্থা, বন্যা আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান, স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং সীমিত পরিসরে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘২৯ বছর ধরে এখানে চাকরি করছি। এমন বন্যা কখনো দেখিনি। কখনই কুমারগাঁও গ্রিড লাইনে পানি ওঠেনি। এবারের পানি ভয়ংকর।’

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল গ্রামের আবদুর রহিম বলেন, ‘গত ৩৫ বছরে এমন পানি আর কখনো হয়নি। পুরো উপজেলা তলিয়ে গেছে। কোথাও শুকনো জায়গা নেই। নৌকার অভাবে মানুষজন আশ্রয়কেন্দ্রেও যেতে পারছে না।’

বন্যায় এরই মধ্যে সিলেট নগরী ও জেলার সব কটি উপজেলায় পানি ঢুকে পড়েছে। জেলা প্রশাসনের হিসেবে জেলার এ পর্যন্ত প্রায় ১০-১২ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে দুই উপজেলা কমপ্লেক্সও।

বন্যার কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন জেলার মানুষজন। পানিতে উপকেন্দ্র ও সঞ্চালন লাইন তলিয়ে যাওয়ায় পুরো সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ ছাড়া ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার কাহার মিয়া বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র পানিতে ডুবে যাওয়ায় তিন দিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইলে ইন্টারনেট নেই। এমনিতেই পানিতে বন্দী, এর মধ্যে কারও সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। যত সময় যাচ্ছে ভোগান্তি বাড়ছে।’

সিলেট নগরীর উপশহর পয়েন্টে নৌকায় চলাচল করছেন স্থানীয়রানগরীর কাষ্টঘর এলাকার বাসিন্দা মৃদুল বলেন, ‘এক মাসের মধ্যে দুবার ঘরছাড়া হলাম। আগের বন্যায় ঘরে পানি ঢুকে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছিলাম। এখন আবার একই অবস্থা। তাদের বাসায়ও পানি।’

বিদ্যুতের অভাবে খাওয়ার পানিরও সংকট দেখা দিয়েছে নগরীর বহু এলাকায়। নগরীর জল্লারপাড় তালতলা এলাকার শিউলি বেগম বলেন, ‘গত বন্যায় সাত দিন পানি ছিল না। গোসল করতে পারিনি। এবারও একই সমস্যায় পড়েছি। বাসায় রান্না করারও ব্যবস্থা নেই। গতরাতে হোটেল থেকে নিয়ে খাওয়া-দাওয়া করেছি। আজ এখনো করিনি। রাস্তাঘাট ও দোকানপাট তলিয়ে যাওয়ায় কিনে আনার মতোও অবস্থা নেই। ফলে খাওয়ার পানির পাশাপাশি গোসল ও টয়লেটের সমস্যায় পড়তে হচ্ছে।’

নগরীর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে উঠেছেন মাছুদিঘীরপাড়ের রশিদ মিয়া। তিনি বলেন, ‘গতকাল রাতে একবার খিচুড়ি দিয়েছিল। আর কিছুই দেওয়া হয়নি। সবাই এসে বলে যায়, পরে আর কিছু নিয়ে আসে না। রান্নার ব্যবস্থাও নেই। কেবল মুড়ি ছাড়া সকাল থেকে সন্তানদের কোনো খাবার দিতে পারিনি। এ অবস্থায় আমরা এখানে থাকব কীভাবে, আর যাবই বা কই?’

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।