নৌকার পক্ষে গনসংযোগে স্বেচ্ছাসেবকলীগ

0 ৪৭০

দৈনিক আলোকিত লংগদু ডেক্সঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলার ২৯৯ নং আসনে নৌকা প্রতিকের প্রার্থী দিপংকর তালুকদারের পক্ষে দুর্গম লংগদু উপজেলার ভাসান্যদম ইউপিতে গনসংযোগ করে়ছে লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার সন্ধ্যায় ভাসান্যদম  ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন, সাধারন সম্পাদক আনিছুর রহমান সহ নেতৃবৃন্দরা  ভাসান্যদম এলাকায় সাধারন মানুষের ধারে ধারে নৌকার পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করা হয়েছে।

ভাসান্যদম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শামিম আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসান্যদম ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাসান্যদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন, সহ সভাপতি রিয়াদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক নজরুল ইসলাম সহ প্রমুখ।

এসময় পথসভা শেষে বক্তব্যে বক্তারা বলেন, নৌকা হচ্ছে বাংলাদেশের জনগনের মার্কা। নৌকার জয় মানে জনগনের জয়। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হতে যাচ্ছে। আর স্মার্ট বাংলাদেশ শুধু আওয়ামীলীগ সরকারই করতে পারবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।