নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই লেকে মাছ আহরণের সময় কারেন্ট জাল জব্দ করে সেনাবাহিনী

0 ৪২৭

মো.গোলামুর রহমান।।

মে মাসের এক তারিখ থেকে এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষে তিন মাসের জন্য কাপ্তাই লেক থেকে মাছ আহরণ বন্ধ করে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা দন্ডীয় অপরাধ বলে গন্যরকরা হবে।

তারই ধারাবাহিকতায় ( ১৮ মে) ঝর্না টিলা এলাকায় কাপ্তাই লেকে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় লংগদু জোনের লেঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ফরের মুখ এলাকায় অবৈধ (২৪ কেজি) কারেন্ট জাল জব্দ করেন।

পরবর্তীতে অবৈধ কারেন্ট জাল লংগদু থানায় ডিউটি অফিসার এসআই মাহবুবুর রহমান এ-র নিকট হস্তান্তর করা হয়।

তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ ও লেঃ সিদ্দিকুর রহমান (লংগদু জোন) এর উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।