নির্মাণাধীন ঘর ভেঙ্গে পানিতে ফেলে দিলো দুর্বৃত্তরা
মো. গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউপির ৯নং ওয়ার্ডের বটতলা এলাকায় ইউপি সদস্যা মমতাজ বেগমের নির্মাণাধীন একটি ঘর ভেঙ্গেচুরে পাশে ডেবার পানিতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে এমন ঘঠনা ঘটে বলে জানিয়েছে জমির মালিক ইউপি সদস্যা মমতাজ বেগম ও তার ছেলে সজিব।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এখানে ঘর ছিলো এটা সত্য, কিন্তু কে বা কাহারা রাতের আধারে এসে ঘরটি ভেঙ্গে পানিতে ফেলে দেয় এটা আমরা জানিনা। ঘরের মালিক মমতাজ বেগম বলেন, জায়গাটি নিয়ে জামেলা চলছে এবং সঠিক সিদ্ধান্তের জন্য বসার কথা ছিলো। কিন্তু এর মাঝে শুক্রবার দিবাগত রাতে আমার নির্মাণাধীন ঘরটি ভেঙ্গেচুরে কে বা কাহারা পানিতে ফেলে দেয়। এবিষয় আমি লংগদু থানায় সুস্থ বিচারের জন্য একটি আবেদন করেছি।
তিনি বলেন, এর আগেও কয়েকবার এরকম ভাবে আমার ঘর ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। তাই আমি এটার সুস্থ সমাধান চাই।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।