নিখিল কুমার চাকমাকে লংগদু উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

১৫৯

সাকিব আলম মামুন, লংগদু

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানালো লংগদু উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৯ জুলাই) সকাল ১০ টায় রাঙামাটির তবলছড়িতে নিখিল কুমার চাকমা’র নিজ বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দলের নেতাকর্মীরা।

লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু’র নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস.এম শহিদুর রহমান সাগর, সহ-সভাপতি ও ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী, সহ সভাপতি ওয়াশিংটন চাকমা, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রকি চাকমা ইন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক মিঠু বড়ুয়া, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিয়া, আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন কুমার দাশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রিপন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক ও লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাঙামাটি জেলা পরিষদের সদস্যা আসমা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আনিছ, লংগদু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, সাধারণ সম্পাদক মুন্নি বেগম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম অপু সহ ৭ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।