নানিয়ারচরের সাথে লংগদু সড়ক যোগাযোগের রাস্তার কাজের উদ্বোধন

0 ২৭০

মো.গোলামুর রহমান।।

দীর্ঘ ৫৪ বছর পর সরকারের ইতিবাচক সিদ্ধান্তে রাঙ্গামাটি জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটির প্রাথমিক ভাবে মাটি কাটার কাজ উদ্বোধন করেছে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মিনহাজ মুরশীদ।

মঙ্গলবার (১৭ জোন) দুপুরে লংগদু উপজেলার দজরপাড়া এলাকা হতে নানিয়ারচর মুখী রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।

জানাযায়, ২০২৪ -২০২৫ অর্থবছরের রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে লংগদু থেকে নানিয়ারচর রাস্তার ১৭ কিলো মাটি কেটে রাস্তা তৈরীর কাজ শুরু করা হয়। বর্তমানে মাটি কেটে রাস্তা তৈরী দায়িত্বশীল ঠিকাদার জানান, পরিবেশ আর পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরী হয়েযাবে।

জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ জানান, আমরা চাই দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করতে, সবকিছু ঠিকঠাক থাকলে আশাকরি মাটি কাটার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্চিনিয়ার ডিপার্টমেন্টর একটি প্রতিষ্ঠান বাকী ব্রীজ, কালবার্ট ও পাকা সড়ক নির্মাণে কাজ করবেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলপারিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াত ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, গাঁথাছড়া বায়তুশ শরফের প্রধান মাওলানা ফোরকান আহমদ সহ অনেকই।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।