ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গাও রেহায় পাচ্ছেনা ভূমি খেকোদের হাত থেকে

0 ৫৮

মো. গোলামুর রহমান।।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান স্কুলের জায়গা দখল করে বাজারের নামে দাবী করছেন স্থানীয় প্রভাবশালী নেতা বেলাল ও তার সহযোগীরা।

প্রভাবশালী নেতাদের হাত থেকে জায়গা দখল মুক্ত করতে মানববন্ধন করেছে, রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের পর চাইল্যাতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, ভূমি খেকো ও বর্তমান ভারপ্রাপ্ত বাজার চৌধুরী এবং শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি বেলাল ও ভাসান্যাদম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং এদের অর্থের যোগান দাতা, দক্ষিণ মারিশ্যাচর প্রাইমারী স্কুলের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন মাষ্টার থেকে হয়রানি মূলক মামলা হামলা ও মসজিদ এবং স্কুলের জায়গা দখল মুক্ত করতে সবাই একত্রিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত ভূমিদস্যু বেলাল কর্তৃক সাধারণ মানুষকে দেওয়া হয়রানি মুলক মামলা প্রত্যাহার সহ মসজদি এবং স্কুলের জায়গা ফেরত দিতে হবে। অন্যথায় আনন্দোলন গড়ে তুলবে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রহমত হোসেন বলেন,বেলাল,ইসমাইল ও আলী হোসেনরা শুধু ভূমি দস্যুই নয় নিয়মিত চাঁদাবাজ ও বটে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সরদার ওয়াসিম বলেন,অসাধু বাজার চৌধুরী বেলাল ও তার সহযোগিরা একত্রিত হয়ে প্রথমে মসজিদ এবং স্কুলের জায়গা গুলো কৌশলে বাজারের নামে নেয় তার পর সেগুলো চাঁদা নিয়ে দখল শর্তে প্লট বরাদ্দ দিয়ে থাকেন।

তরুণদের পক্ষে সরদার টিপু সুলতান বলেন,আমরা আমাদের মসজিদ এবং স্কুলের জায়গা নিয়ে কোনো ধরনের চক্রান্ত মেনে নিবো না।

এসময় সকলের দাবী একটাই, বেলালকে বাজার চৌধুরীর দায়িত্ব হতে অপসারণ করা মসজিদ স্কুলের জায়গা গুলো বুঝিয়ে দেওয়া সহ স্থানীয় প্রশাসনের নজরদারি সহ সহযোগিতা কামনা করছি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।