দৈনিক আলোকিত লংগদু ‘র নির্বাহী সম্পাদকের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা

২৩৬

আলোকিত লংগদু ডেস্ক:

রাঙামাটির লংগদু উপজেলা প্রেস ক্লাবে সম্মানিত সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মুছা গুরুতর অসুস্থ হয়েছেন। শ্বাসকষ্ট, ডায়বেটিস ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল এ চিকিৎসা ধীন আছেন। সাংবাদিক ওমর ফারুক মূছা লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা, দৈনিক পূর্বদেশ পত্রিকা, ৭১ টিভি ও দৈনিক আলোকিত লংগদুর নির্বাহী সম্পাদনার দায়িত্ব পালন। শ্বাস কষ্ট ও ডায়বেটিস জনিত কারণে প্রথমে তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখন তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন। দৈনিক আলোকিত লংগদু’র সম্পাদক এম এ আমিন  দৈনিক আলোকিত লংগদুর নির্বাহী সম্পাদকের জন্য উপজেলাসহ সকলের নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন সাংবাদিক ওমর ফারুক মূছা উপজেলার একজন জনপ্রিয় সাংবাদিক। তিনি সকল শ্রেণির মানুষের ভালোবাসার পাত্র। ন্যায় নিষ্টার সাথে তিনি নিজ পেশায় দায়িত্ব পালন করে আসছেন । উপজেলার একমাত্র পত্রিকা দৈনিক আলোকিত লংগদুর নির্বাহী সম্পাদনার দায়িত্ব পালন করে জনগণকে খবরাখরব জানাতে সহায়তা করে যাচ্ছেন। তার অসুস্থাতার কথা শুনে দৈনিক আলোকিত লংগদু পরিবার ও উপজেলার সকল শ্রেণির মানুষ দোয়া করতে থাকেন। সর্বোপরি তার জন্য সকলের নিকট দোয়া চাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।  এ এদিকে লংগদু থেকে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এখলাছ মিঞা খান তার সুস্থতা কামনা করেন। আর বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক সুপার আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ ফোরকান আহমদ সাহেব তার রোগ মুক্তির জন্য দোয়া ও বিভিন্ন খুঁজ খবর নেন। সহকর্মী সাংবাদিক গোলামুর রহমান জানান, ওমর ফারুক মুছা ভাইয়ের রোগ আরোগ্যলাভের জন্য স্থানীয় মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া পড়ানো হযেছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।