দশ লিটার চোলাই মদসহ কারবারী আটক

২৩৬

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দশ লিটার চোলাই মদসহ সাইফুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে লংগদু থানা পুলিশ।

শুক্রবার(০১ ডিসেম্বর) রাত ৯.১৫ টার সময় লংগদু থানার পুলিশের একটি টিম পশ্চিম বাইট্টাপাড়া লংগদু- দীঘিনালা সড়ক থেকে তাকে আটক করে।

পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার এস.আই আল আমিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদ পেয়ে সড়কে অবস্থান করলে, মাদক কারবারী সাইফুল ইসলাম, পিতা মৃত কালা মিয়া,গ্রাম পানছড়ি,টেকনাপ থানা কক্সবাজার, দশ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ অভিযানে ধরা পড়ে।সে বর্তমানে মাইনী ইউনিয়নের গাঁথাছড়া শেখপাড়া এলাকায় বসবাস করে। পরে তাকে চোলাই মদসহ থানায় নিয়ে আসে।

লংগদু থানার আফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক কারবারী সাইফুল মাদকদ্রব্য পাচার করছে। তাৎক্ষণিক লংগদু থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করলে তাকে দশ লিটার চোলাই মদসহ আটক করা হয়। আমারা কোন অপরাধের সাথে আপোষ করিনা। যেকোন অপরাধ দমনে আমাদের পুলিশ কাজ করে যাবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।