তিন পার্বত্য জেলায় ৭ লাখ ২৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

0 ১৭১
আলোকিত লংগদু ডেক্সঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় তিন পার্বত্য জেলায় ৭ লাখ ২৫ হাজার গাছের চারা বিতরণ করেছে।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরণার্থীবিষয়ক ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ।
পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন পার্বত্য জেলা পরিষদ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাত লক্ষ ২৫ হাজার চারা বিতরণ শুরু হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। আজ সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠান মাঝে ২ লক্ষ ৬০ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তার সাথে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে এক লক্ষ ৪০ হাজার, রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে ১ লক্ষ ১৫ হাজার খাগড়াছড়ি জেলা পরিষদ এর মাধ্যমে ২ লক্ষ দশ হাজার গাছের চারা তিন পার্বত্য জেলায় বিতরণ করা হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।