টাকার অভাবে একটি জীবন মৃত্যুর পথে- সামাজের বিত্তবানদের কাছে আকুতি মাত্র এক লাখ টাকার প্রয়েজন

0 ১৬৫

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পূর্ব জারুলবাগান এলাকার মৃত আব্দুল গণির স্ত্রী রাহিমা বেগমের ডান পায়ের পচন ধরে পুরো পা টি পচে গলে গলে পড়ছে। দ্রুত পা টি কাটা না হলে সারা শরীর পচন ধরবে বলে জানান ডাক্তার।

অসহায় হতদরিদ্র রাহিমা বেগমের একমাত্র ছেলে মন্নাছ মিয়া, যিনি অন্যর জালে জেলে হিসেবে কর্মরত থেকে নিজের সংসার আর মায়ের চিকিৎসা করাতে অপারগ হয়েছেন। তারপরও নিজের সবটুকু চেষ্টা করে মা কে নিয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে যান একমাত্র ছেলে মন্নাছ। সেখানে ডাক্তার রুগী দেখে, দ্রুত পা কাটার জন্য পরামর্শ দেন। কিন্তু ডাক্তার দেখানোর পর আজ প্রায় দেড় মাস হয়েগেলো! কি করবো দৈনন্দিন সংসারে চাহিদা পূরণ করতেই হিমসিম খাচ্ছি আর মাকে উন্নতমানের চিকিৎসা শুধু স্বপ্ন।

তিনি আরো বলেন,আমি ছেলে হিসেবে মার জন্য কিছুই করতে পারছিনা। আমার চারটা বোন ছিলো, তাদেরও বিয়ে দিয়েছি গরিব দেখে। বোন জামাইরাও তেমন স্বচ্ছল না। তারাও মানুষের কাজকর্ম করে দিন পার করে। তাই আমি মাকে বাচাঁতে মানুষের কাছে হাত বাড়িয়েছি। ডাক্তার বলছে এক লাখ টাকা লাগবে তাহলে মায়ের পা কেটে ওষুধ খেলে ভালো হয়ে যাবে।

একমাত্র ছেলের আকুতি দয়াকরে সকলে আমার মাকে বাচাঁন। আমার মোবাইল নাম্বার বিকাশ এবং নগদ 01537475247 আপনাদের সহযোগীতা পেলে আমার মা সুস্থ হয়ে যাবেন। আমরা ফিরে পাবো আমাদের মাকে। হয়তো আপনাদের দেওয়া অনুদানে দুনিয়াতে আর কিছু দিন মাকে মা বলে ডাকতে পারবো।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।