জুলাই- আগষ্ট বিপ্লবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 ১৫৬

মো.গোলামুর রহমান।।

মহান বিজয় দিবস উদযাপন ও জুলাই- আগস্ট বিল্পবের শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লংগদু উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে অনুষ্ঠিত সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের লংগদু উপজেলা শাখার সভাপতি মাওঃ আমিনুর রশীদ এর সভাপতিত্বেঃ ওলামা মাশায়েখ আইঃ লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ জহিরুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, রাংগামাটি কালেক্টরেট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আবুল হাশেম, উপজেলা জামায়াতের আমির মাওঃ নাছির উদ্দিন, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন, লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি সোহেল হোসাইন,ইসলামী আন্দোলন লংগদু উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মান্নান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন তালুকদার সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে রচিত হ’ল এক অবিস্মরণীয় অধ্যায়। কোটা সংস্কারের দাবীতে ছাত্রদের আন্দোলন একসময় গণ আন্দোলনে পরিণত হয়ে শেষ পর্যন্ত নাড়িয়ে দিল এক রুদ্ধশ্বাস লৌহশাসনের তখতে তাউস। দেশ ছেড়ে পালিয়ে বাঁচলেন টানা পনেরো বছরের প্রতাপশালী শাসক শেখ মুজিব কন্যা শেখ হাসিনা। জুলাই আগস্টের আন্দোলনে বীর ছাত্রদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা চির স্মরনীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

পরে ৭১ এর মহান শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই- আগষ্টে/২৪ এর বিপ্লবের শহীদ ও আহতদের জন্যে দোয়া শেষে সভার সমাপ্তি হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।