জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল আয়োজন

0 ২৪২

আলোুকিত লংগদু ডেক্সঃ

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বাদ আসর বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্য, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরা মিলাদ মাহফিল ও মোনাজাতে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।